প্যারিসের প্রথম শহিদ মিনারে একুশে উদযাপন অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

২৮ ফেব্রুয়ারী, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ প্যারিসে নির্মিত স্থায়ী প্রথম শহিদ মিনারে আয়োজিত একুশে উদযাপন অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

গত বছরের অক্টোবরে ফ্রান্সের অ্যাসোসিয়েশন সেকোয়ানো বাঙালি সংগঠনের উদ্যোগে প্যারিসে নির্মিত হয়েছে স্থায়ী একটি শহিদ মিনার। গত ২১ ফেব্রুয়ারি শহিদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর ফলাফল ঘোষণা করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি বিকেলে প্যারিসের একটি বলরুমে। সেখানে ক ও খ গ্রুপে ফারিয়া নূর ইভা, সামিরা আহমেদ, নাফিজা কুদ্দুস, আজমেরী রহমান রূপকথা, সামিরা নূর শুভাসহ মোট আঠারোজনকে পুরস্কৃত করা হয়েছে।

 

অ্যাসোসিয়েশন সেকোয়ানো বাঙালি সংগঠনের সভাপতি সরুফ ছদিওলের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ, প্যারিস টাইমসের সম্পাদক মোহামেদ সালাহ উদ্দিন, পত্রিকাটির সহকারী সম্পাদক সায়কা মাহমুদ, ব্লগার সুলতানা জেসমিন, খুলনা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল পাশা প্রমুখ।

 

সমাপনী বক্তব্যে সরুপ ছদিওল বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টায় প্যারিসে একটি স্থায়ী শহিদ মিনার স্থাপন আমাদের জন্য নিঃসন্দেহে অনেক আনন্দ আর গৌরবের। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির সেতুবন্ধ হিসেবে কাজ করবে এই শহিদ মিনার। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ওরাই একসময় বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই একুশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মাঝে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মাতৃভাষা চর্চার একটি সুযোগ করে দিতেই আমাদেই এই প্রয়াস। আশা করছি, ভবিষ্যতে এর চেয়ে আরও বড় ধরনের আয়োজন করতে পারব।”



  আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল