মেগানিউজ রিপোর্টঃ দীর্ঘ প্রায় ১৮ বছর পর ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনীতির বাতিঘর ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজ শাখা।
আজ রবিবার (২৩ মার্চ) বিকালে অত্র কলেজের অডিটোরিয়ামে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলনে নিহত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশের শান্তি-গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, পাবনা জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শ্যাম বিকি আগারওয়াল, সম্রাট হোসেন, ছাত্রদল নেতা খালেদ বিন পার্থিব, জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
এছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
।