ঈশ্বরদীতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১২ ফেব্রুয়ারী, ২০২১ | Mega News.com



 
অনলাইন রিপোর্টঃ আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নামলেন সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ আক্কাস আলী। ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জানালেন আক্কাস আলী নিজেই।


তফসিল ঘোষণার আগেই ঈশ্বরদী উপজেলা ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাক লাগানো প্রচারণায় নেমেছেন আক্কাস আলী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকার মাঝদিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে সাঁড়া, সাঁড়া ঝাউদিয়া, পুরাতন রেললাইন, বড়পাড়া, গোকুল নগর, আসনা, গোপালপুর, সেখেরচর, কুমোরপুর, আরামবাড়িয়া বাজারসহ  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি।  

বিএনপির রাজনীতিতে তৃণমূলে এবং একাধিকবার মেম্বার হওয়ার সুবাদে জনগণের জন্য অনেক কাজ করছেন বলে আবারও আক্কাস আলীকে নিয়ে জল্পনা কল্পনা করছেন এ প্রজন্মের ভোটাররা। শুধু তা-ই নয়, হাট-বাজার ও চা দোকানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।  

এ প্রসঙ্গে জানতে চাইলে আক্কাস আলী বলেন, ‘ এই ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম আমি। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বিএনপির সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং দেশ ও জনগণের স্বার্থে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’


তিনি আরো বলেন, ‘মানুষ আমাকে ভালোবেসে আজকের এই অবস্থানে জায়গা দিয়েছে। তাদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। এই জনপদে আমার ছেলেবেলা, মা-মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা। তাদের সুখ, শান্তি ও সুবিধা-অসুবিধায় পাশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। এখন দল যদি আমাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়, আমি নির্বাচন করবো। আমি এঅঞ্চলের জনগণের কল্যাণে কাজ করতে চাই ।  
 



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন