মেগানিউজ রিপোর্টঃ আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার(২৬ মার্চ) বিকোলে শহরের আরআরপি সেন্টারে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
নবগঠিত ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি মোঃ মানিক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরপি গ্রুপের ডাইরেক্টর(অপারেশন) মোঃ রফিকুল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
এ সময় হাসিব জুলিয়াস, মোঃ শামীম হোসেন, মোঃ আব্দুল হক, মোঃ সাব্বির হোসেন, হাসানুজ্জামান আয়নাল, মোঃ শহীদ মালিথা, সুজন আলী, সোহানুর রহমান, সামান্তা, আশরাফ, রেবেকাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান।
পরবর্তীতে সংস্থার চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গরীব-দুঃখী, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।