পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

২২ মার্চ, ২০২৫ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

আজ শনিবার (২২ মার্চ) পাকশীর আমতলা ফুটবল মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

 

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতায়তাবাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব মোঃ আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু সরদার, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পাকশী রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন আলী, পাকশী ইউনয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, পাকশী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার, সাবেক ছাত্রনেতা মোঃ রাজন আলী, পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন হোসেন, যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল, যুবদল নেতা নিজাম, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোঃ নূরুন নবী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানবীর হাসান সুমন।  

 

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচার করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আমাদের বিচার ছাড়া, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের ছেলেদের রক্তের ওপর দাড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধে করতে হবে। পাড়া মহল্লায় যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

 

তিনি আরো বলেন, দেশী বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রের ডালপালা যেন বৃক্ষে পরিনত না হয় এজন্য নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। বর্তমান সময়ে ষড়যন্ত্র করে, এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কিছুই সম্ভব না। তারেক রহমানের নির্দেশ এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

 

বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল