অনলাইন রিপোর্টঃ আওয়ামী লীগের ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবশেষে ঈশ্বরদীর ৩জন আওয়ামী লীগের বিভিন্ন উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু, জালাল উদ্দিন তুহিন ও রফিকুল ইসলাম লিটন।
প্রথমবারের মতো এক সঙ্গে ঈশ্বরদীর তিনজন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন উপ-কমিটির সদস্যপদ লাভ করায় ইতোমধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য (পাবনা-৪) বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যেই দুইজন নেতাকে ঈশ্বরদীতে বরণ করা হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সুত্র মতে, অ্যাডভোকেট রবিউল আলম বুদুকে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য, তরুণ শিল্পপতি, চিসিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন তুহিনকে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঠিকাদারী ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটনকে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনিত করা হয়েছে।
এই তিন নেতার রাজনৈতিক জীবনের খোঁজ নিয়ে জানা যায়, অ্যাডভোকেট রবিউল আলম বুদু আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই বুদু মুজিব আদর্শের সৈনিক। ১৯৭৫ পরবর্তিতে জাসদ ছাত্রলীগের দাপটের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে প্রতিষ্টিত করতে কঠোর ভুমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি, শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন আন্দোলন, স্বৈরাচার এরশাদ হটানো আন্দোলনে শীর্ষ ভুমিকা পালন করেছেন। ১৯৯৪ সালে বিএনপি ক্ষমতা থাকাকালিন দক্ষিণবঙ্গ থেকে উত্তর বঙ্গ দলীয় কর্মসূচি উপলক্ষে ট্রেন যোগে পাকশী হয়ে ঈশ্বরদী ত্যাগকালে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার কামরা লক্ষ্য করে গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করার প্রতিবাদে করেছেন আন্দোলন। অপরাধীদের বিচারের দাবিতে ঈশ্বরদীতে করেছেন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসুচি। ছাত্রজীবন শেষ করে ঢাকা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। সেখান থেকে দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার বিরুদ্ধে আওয়ামীলীগের দলীয় কর্মসুচিগুলোতে সম্মুখে অবস্থান নিয়ে সংগ্রাম করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা হত্যা মামলার অন্যতম কৌসুলি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । বর্তমানে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবি হিসেবে আইন ব্যবসা করছেন। একই সঙ্গে ঈশ্বরদী-আটঘরিয়া আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসেবে মাঠে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করেছেন। এলাকায় সমাজ সেবাসহ উন্নয়ন মূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু।
আওয়ামী শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য মনোনিত হয়েছেন জালাল উদ্দিন তুহিন। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনেই ঈশ্বরদীতে দলীয় কর্মসুচিগুলোতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ঈশ্বরদী সরকারী কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ হঠাও আন্দোলনে ঈশ্বরদীতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ১৯৯৪ সালে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দলীয় কর্মসুচির অংশ হিসেবে দক্ষিণবঙ্গ হতে ট্রেন যোগে উত্তর বঙ্গে যাওয়ার সময় পাকশী ও ঈশ্বরদীতে তাকে হত্যার উদ্দেশ্যে ট্রেনের কামরা লক্ষ্য করে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করার প্রতিবাদ জানিয়ে ঘটনার দিন তাৎক্ষণিকভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন জালাল উদ্দিন তুহিন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন করে নানা রকম নির্যাতনের শিকার হন। বর্তমানে জালাল উদ্দিন তুহিন চিসিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক । তরুণ এই শিল্পপতি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিত। এই জন্য স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ও নানা রকম সমাজ সেবামুলক কাজ করে যাচ্ছেন জালাল উদ্দিন তুহিন।
আওয়ামী কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য মনোনিত হওয়া রফিকুল ইসলাম লিটন ছাত্রজীবনে ঈশ্বরদীতে ছাত্রলীগের নেতা হিসেবে বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহন করেন। ঈশ্বরদীতে তৎকালিন বিরোধীদলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিবার পরিজন নিয়ে কয়েক দফা বিএনপি-জামায়াতের নির্যাতনে শিকার হন। পরে নিজ দলীয় গ্রুপিংয়ে টিকতে না পেরে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন রফিকুল ইসলাম লিটন। মনোনিত হন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। শুরু করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে ঠিকাদারী ব্যবসা। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে স্থানীয় আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ বিভিন্ন ধরণের সমাজ সেবামুলক কাজ করে যাচ্ছেন রফিকুল ইসলাম লিটন।