যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ, ২০২৫ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে ঈশ্বরদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ তার সহযোগী অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।

 

আজ বুধবার (২৬ মার্চ) সকালে প্রথমে শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে র‌্যালী নিয়ে আলহাজ্ব মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে যান। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

 

এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন- সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আজিজুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা মোঃ নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, বিএনপির নেতা টুটুল বিশ্বাস, দুলাল মন্ডল, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর সেচ্ছাসেবেক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, আক্তার হোসেন নিফা, একেএম সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, ঈশ্বরদী উপজলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, খালেক বিন পার্থিব প্রমূখ।  



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল