মেগানিউজ রিপোর্টঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে ঈশ্বরদীতে পৌর যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন জুয়েল ও সদস্য সচিব একেএম সাজেদুজ্জামান জিতুর নেতৃত্বে ঈশ্বরদী শহরে মশাল মিছিল বের করে।
আজ বুধবার(০১ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফতেমোহাম্মদপুর নাজিমুদ্দিনের স্কুলের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
।