মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে দ্বীন ইসলাম ফাউন্ডেশনের রমজান মাসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, গরীব, দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার(২৯ মার্চ) দুপুরে বিএনপি নেতা আজমল হোসেন ডাবলুর ব্যক্তিগত কার্যালয়ে শহরের বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, মুরগি, তেল, সেমাই, আলু, পেয়াজ, চিনি ইত্যাদি।
দ্বীন ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাঈনুল হাসান সোহানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি নেতা আব্দুল আজিজ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য মোঃ সাঈফ হাসান সেলিম, সহযোগি নির্বাহী সদস্য আকরাম রায়হান বাবু, যুবদল নেতা শেখ বেলাল, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।
মাঈনুল হাসান সোহান বলেন, আমাদের এ মহতী উদ্যোগ ভবিষ্যতে যেন আরও ব্যাপকভাবে চলমান রাখতে পারি তার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই।
।