মেগানিউজ রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) বিকালে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এ.কে.এম আখতারুজ্জামান, রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক এ.কে.এম সাজেদুজ্জামান জিতু, এ.কে.এম মনিরুজ্জামান জিকো।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ.কে.এম আসাদুজ্জামান জর্জি, এ.কে.এম কামরুজ্জামান জিসান।
ট্রাস্টের চেয়ারম্যান এ.কে.এম আখতারুজ্জামান বলেন, আমার প্রিয়তমা সহধর্মীনীর স্মৃতিকে ধরে রাখতে এই ট্রাস্টের সৃষ্টি হয়েছে। সমাজের সকল ভালো কাজ এ ট্রাস্টের মাধ্যমে হবে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তিনি আরো বলেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
রোজা এবং ঈদকে সামনে রেখে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন প্রশংসার দাবীদার। আমরা প্রত্যেকেই যদি এই ভালো কাজগুলোতে নিজেদের শরিক করতে পারি তাহলে এই সমাজ এবং রাষ্ট্র আরও সুন্দর হবে