বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন

২৩ মার্চ, ২০২৫ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী অস্তিত্ব লড়াই ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এ আই টেকনিশিয়ানরা।

 

আজ রবিবার(২৩ মার্চ) সকালে শহরের হাসপাতাল সড়কে জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তার অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

 

বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি পাবনা জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সহ-সভাপতি মোঃ সাহাবুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ  ইমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন আলী আজাদ, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবু, চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মনসুর হোসেন প্রমূখ।  

 

বক্তারা বলেন, দীর্ঘ ১৯ মাস যাবত আমরা বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতে হচ্ছে। আমরা রোদ বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে থাকি। সামনে ঈদ পরিবারের সদস্যদের জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। আমাদের ৭ দফা দাবি না মানা হলে আগামীতে এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবো। আমরা দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে আমরা মনে করি। আমাদের ৭ দফা গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। 

 

বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানদের ৭ দফা দাবি সমূহ। 
১/ এ আই টি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা /দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে। 

২/ একই ইউনিয়নে একাধিক এ আই টি নিয়োগ প্রক্রিয়া ( নিজ খরচ,যথাযথ প্রক্রিয়াবিহীন প্রশিক্ষণ) বাতিলকরতে হবে।

৩/ এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুদিয়ে টার্গেট প্রথা বহাল রাখা যৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে।  

৪/ এ আই টি দের চাহিদা মোতাবেক সিমেন নিশ্চিত করতে হবে।
 
৫/ সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস,জেলা প্রাণিসম্পদ অফিস, ও দিদি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা পালন করতে হবে।
 
৬/ বেসরকারি এ আই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে।

৭/ সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষন অনুযায়ী যোগ্য এ আই টি এফএ(এআই) পদে নিয়োগ প্রদান তরান্বিত করতে হবে।

বিষয়টি ইতোমধ্যে আমরা উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক মহোদয়ের অবহিত করেছি। ক্যানে রক্ষিত সিমেনের  সজীবতা বজায় রাখতে যথারীতি নাইট্রোজেন গ্যাস  সরবরাহ অব্যাহত রাখার বিনীত অনুরোধ জানিয়েছি।



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল