পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ ফেব্রুয়ারি 

০১ ফেব্রুয়ারী, ২০২২ | Mega News.com


 

বিশেষ প্রতিবেদনঃ আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন। তবে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের।

 

এদিকে, পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য চলছে। সম্মেলকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  

 

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ কেন্দ্রিক আলোচনা বেশ কিছু দিন ধরেই চলছে। এ পদে সভাপতি হিসেবে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দীন চুপ্পু, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক টুকু এমপি, বর্তমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস প্রমূখ।  

 

সাধারণ সম্পাদক হিসেবে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক (উপ-কমিটি)’র সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, এডভোকেট বেলায়েত হোসেন বিল্লু, খ.ম হাসান কবির আরিফ, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন প্রমূখ।

 

এছাড়া একাধিক নেতা নিজেদের প্রার্থিতা জানান দিতে ফেস্টুন লাগানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী সমর্থকদের সরব প্রচারণা লক্ষ্য করা গেছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতারা নিয়মিত তৃণমূলের সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছেন।

 

প্রাপ্ততথ্যে জানা যায়, ২০১৬ সালে পাবনা জেলা আওয়ামী লীগের ৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির (২০১৫-২০১৮) অনুমোদন  দেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কমিটির সভাপতি ছিলেন শামসুর রহমান শরীফ ডিলু এমপি। সহ সভাপতি যথাক্রমে রেজাউল রহিম লাল, মকবুল হোসেন এমপি, আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, নুরুজ্জামান বিশ্বাস, আব্দুল হামিদ মাস্টার, আজিজুল হক আরজু এমপি, তোফাজ্জল চৌধুরী ও শহিদুল্লাহ হোসেন শহিদ এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। ২০১৮ সালের ১৪ জুলাই পাবনা সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠে।


২০২০ সালের ২ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুবরণ করেন। এরপর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন রেজাউল রহিম লাল। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। 



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল