ফ্রান্সে স্থায়ী শহিদ মিনার উদ্বোধন

২৩ ফেব্রুয়ারী, ২০২১ | Mega News.com


 

প্যারিস থেকে মো. সালাহ্ উদ্দিনঃ  
ফ্রান্সের গোলাপি শহর খ্যাত তুলুজে গত ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থায়ী শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারিকালীন বিধিনিষেধের মধ্যে সীমিত আকারে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্স; আয়েবা, ডব্লিউবিওসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়।  


বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্সের উদ্যোগে তুলুজের মাননীয় মেয়র জন লুক মুডেনক এবং সিটি কাউন্সিলের সহযোগিতা ও অংশিদারিত্বে নির্মিত হয়েছে বহু কাঙ্ক্ষিত এই ভাষাশহিদ স্মৃতিস্তম্ভ।


ওই দিন সকাল ১০টায় তুলুজের Parc Claifront, Bellefontaine-এ শহিদ মিনার উদ্বোধন করেন তুলুজের মাননীয় মেয়র জন লুক মুডেনক এবং বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম।


এ সময় আরও উপস্থিত ছিলেন প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাফেয়ার্স পলিটিকস মিনিস্টার এস এম মাহবুবুল আলম, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ, ডব্লিউবিওর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর জানা মার্টিন, তুলুজের ডেপুটি মেয়র ক্রিস্টোফ আলভেস ও জন ক্লোড ডারডেলেট, শহিদ মিনারের ডিজাইন প্রকোশলী বার্নার্ড ভ্যালেনটিন, ফ্রান্জ স্নাইডার প্রমুখ।


শহিদ মিনার উদ্বোধনের সময় কাজী এনায়েত উল্লাহ বলেন, “১৯৫২ সালে মহান ভাষাশহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা শুধু আমাদের বাংলা ভাষার অধিকারই ফিরে পাইনি, পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন রাষ্ট্র ও পতাকাও পেয়েছি। ফ্রান্সে স্থায়ী শহিদ মিনার স্থাপনের মাধ্যমে আমাাদের বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদা ফরাসিরা যেমন জানতে পারবেন, একইভাবে এ দেশে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মও শ্রদ্ধার সাথে লালন করবে মাতৃভাষার মহিমা। ”


উদ্বোধনী বক্তব্যে ফকরুল আকম সেলিম বলেন, “তুলুজ শহরে স্থায়ী শহিদ মিনার স্থাপনে ফ্রান্স সরকার তথা তুলুজের মাননীয় মেয়র জন লুক মুডেনকের প্রতি জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন। ফরাসি ভাষা ও সংস্কৃতির মূলধারার সাথে বাংলা ভাষা ও সংস্কৃতির যোগসূত্র স্থাপনের প্রয়াসে এখানে শহিদ মিনার নির্মাণে যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, এই সম্মান আর গৌরবের অংশীদার তাঁরা সবাই। এর মাধ্যমে প্রবাসে বাংলা ভাষার মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।”



  আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল