নিজের বিয়ের দিন স্মরণীয় করে রাখতে গাড়ি, হাতি-ঘোড়া বা পালকি নয়, একেবারে রোড-রোলারে চড়ে বিয়ে করতে যান ভারতের কৃষ্ণনগরের যুবক অর্ক। আর এমন বিয়ের খবর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো ফুল-মালা দিয়ে সুসজ্জিত রোড-রোলারে চড়েই বিয়ে করতে যান তিনি।
পেশায় স্বর্ণ ব্যবসায়ী ওই যুবক বলেন, একজন বুলডোজারে চড়ে বিয়েবাড়িতে গিয়েছে শুনেছি। সেই ঘটনা থেকেই এমন ভাবনা।
এদিকে অর্কর হবু শ্বশুরবাড়িও কৃষ্ণনগরেই। পাত্রের এ সিদ্ধান্তের কথা আগে থেকেই জানতেন কনেপক্ষ। ফলে সেদিক থেকে কোনো আপত্তি উঠেনি বলেই জানান অর্ক।