কানাডার বেগমপাড়া এখন ‘টক অব দ্য টাউন’

২৩ নভেম্বর, ২০২০ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ কানাডার বেগমপাড়া এখন শুধু সেদেশেই নয়, সারাবিশ্বে আলোচিত এক নাম। গত কয়েকদিন বাংলাদেশের গণমাধ্যমে বেগমপাড়া প্রধান প্রধান শিরোনামে। আর এখন তা যেন প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘টক অব দ্য টাউন’।  

চলতি বছরের প্রথমদিকে ঢাকার পত্রপত্রিকায় দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কিছু ব্যক্তির কানাডায় বসতি স্থাপনের খবর প্রকাশিত হয়। তারপর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ প্রতিক্রিয়ার অংশ হিসেবে জানুয়ারি থেকেই তারা শুরু করে সামাজিক আন্দোলন।

‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক আন্দোলনে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী লুটেরাদের শাস্তির দাবিতে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় হাতে লেখা পোস্টার, ফেস্টুন নিয়ে বাংলাদেশি সাধারণ নাগরিকদের উদ্যোগে বছরের শুরুতে কানাডার টরেন্টো ও মন্ট্রিয়লে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

টরোন্টোর প্রবাসী বাঙালি লিটন মাসুদ জানান, দুর্নীতিবাজ লুটেরা, অর্থপাচারকারী এদের কোন দল নেই এরা দেশ ও জাতির শত্রু। কানাডায় বসবাসরত দুর্নীতিবাজদের এবং তাদের পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন‍্য জোর দাবি জানাচ্ছি।

টরোন্টো প্রবাসী বাঙালি খালেদ শামীম জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জন্মভূমি হিসেবে বাংলাদেশের প্রতি এবং আবাসভূমি হিসেবে কানাডার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।লুটেরাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা- কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারী, লুটেরাদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।

কানাডায় বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আসছে। কানাডায় সন্দেহভাজন আর্থিক লেনদেন দেখভালের দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ফিনট্র্যাক সম্প্রতি এ তথ্য দিয়েছে।

দ্য ফাইনান্সিয়াল ট্রানজেকশনস অ্যান্ড রিপোর্ট এনালাইসিস সেন্টার অব কানাডা (ফিনট্র্যাক) সম্প্রতি গত এক বছরে ১৫৮২ টি ঘটনা চিহ্নিত করেছে। ইতিমধ্যে সংস্থাটি সারাদেশ থেকে খুঁজে বের করা মুদ্রা পাচারকারীদের বিস্তারিত তথ্য কানাডীয়ান সিকিউরিটিজ ইনটেলিজেন্স সার্ভিস এবং আরসিএমপির কাছে হস্তান্তর করেছে।

জানা গেছে, ব্যাংক, ইন্সুরেন্স কোম্পানি, শেয়ারবাজারের ব্রকার, রিয়েল এস্টেট ব্রোকারেজ এবং ক্যাসিনো থেকে তথ্য সংগ্রহ করে ফেডারেল এই সংস্থাটি অধিকতর তদন্তের মাধ্যমে মুদ্রা পাঁচারের ঘটনা উদঘাটন করে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোভিডের মধ্যেও বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে কানাডায় আসছে- এমন তথ্যের ভিত্তিতে ফিনট্র্যাক বাড়তি তদন্ত শুরু করে। রিয়েল এস্টেট ব্রোকারেজগুলোয় গোয়েন্দাদের বাড়তি নজর রয়েছে বলে জানা যায়।

সম্প্রতি বাংলাদেশেরও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন সময় বাংলাদেশ থেকে কানাডায় অর্থপাচারকারী ২৮ জনের তথ্য থাকার কথা জানান। তারপরই কানাডার ফেডারেল সংস্থা ১৫৮২টি মুদ্রা পাচারের তথ্য বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীর হাতে হস্তান্তর করে।

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা ২৮ জনের তথ্য আর কানাডার ফিনট্র্যাকের তথ্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কী না তা নিশ্চিত হ্ওয়া যায়নি।

কানাডার বহুল আলোচিত বেগম পাড়ায় আমলাদের বাড়ীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে সাবেক এবং বর্তমান উচ্চ পদে রয়েছেন এমন আমলাদের খবরও পাওয়া গেছে।



  জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন