রাশিয়া বিশ্বকাপে বেশি বেতনের ১০ ফুটবলার

১২ জুন, ২০১৮ | Mega News.com


ঢাকা, ১২ জুন (জাস্ট নিউজ) : আর মাত্র দু’দিন। এরপর শুরু বিশ্বকাপ ফুটবল। বিশ্বসেরা ৩২ দল ৬৪ ম্যাচে ঝাঁপাবে মরণপণ লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেয়া যাক বিশ্বকাপে যে ৭৩৬ ফুটবলার এবার মাঠ আলো করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ আয় করা শীর্ষ ১০ ফুটবলার কারা-

লিওনেল মেসি
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। বার্সেলোনার এই ফরোয়ার্ডের সাপ্তাহিক বেতন পাঁচ লাখ পাউন্ড। রাশিয়ায় সম্ভবত ৩০ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

নেইমার
মেসির পর নেইমার। ফ্রান্সের পিএসজিতে এই ব্রাজিলীয় তারকার সাপ্তাহিক বেতন চার লাখ ৪৫ হাজার পাউন্ড। রাশিয়ায় ব্রাজিলিয়ানদের ‘হেক্সা’ মিশনের স্বপ্নসারথি ২৬ বছর বয়সী নেইমার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন তালিকায় তিন নম্বরে। রিয়াল মাদ্রিদে ৩৩ বছর বয়সী রোনাল্ডো তিন লাখ ৬৫ হাজার পাউন্ড বেতন পান প্রতি সপ্তাহে।

মেসুত ওজিল
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে ২৯ বছর বয়সী জার্মান মেসুত ওজিলের সাপ্তাহিক বেতন তিন লাখ পাউন্ড।

লুইস সুয়ারেজ
বার্সেলোনায় উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের বেতন দুই লাখ ৯০ হাজার পাউন্ড। অবশ্যই সপ্তাহে।

পল পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডে ফরাসি মিডফিল্ডার পল পগবার সাপ্তাহিক বেতন দুই লাখ ৯০ হাজার পাউন্ড।

কিলিয়ান এমবাপ্পে
সেরা আয়ের তালিকায় সাত নম্বরে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে ১৯ বছর বয়সী এই তরুণের সাপ্তাহিক বেতন দুই লাখ ৬২ হাজার পাউন্ড।

রোমেলু লুকাকু
তালিকায় আট নম্বরে আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন দুই লাখ ৫০ হাজার পাউন্ড।

ফিলিপে কুতিনহো
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহো রয়েছেন তালিকার ৯ নম্বরে। কাতালান ক্লাবটিতে তার সাপ্তাহিক বেতন দুই লাখ ৪০ হাজার পাউন্ড।

ডেভিড সিলভা
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার সাপ্তাহিক বেতন দুই লাখ ২০ হাজার পাউন্ড।



  অর্থ ও বানিজ্য বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫
ফজর৫:২২
জোহর১২:০৪
আসর৪:২৪
মাগরিব৫:২৬
ইশা৬:৪২
সূর্যাস্ত : ৫:২৬সূর্যোদয় : ৬:৪২

শিরোনামঃ

♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ♦ বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল-হাবিবুর রহমান হাবিব ♦ ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন ♦ ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকা থেকে আটক ♦ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার ৪র্থ সম্মেলনের উদ্বোধন ♦ ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপের শুভ উদ্বোধন ♦ বিএনপি ক্ষমতায় গেলে আর মন্দির পাহারা দিতে হবে না--হাবিবুর রহমান হাবিব ♦ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস ♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম