আইটিএমএফের প্রেসিডেন্ট হলেন কিহাক সাং

১১ সেপ্টেম্বর, ২০১৮ | Mega News.com

আইটিএমএফের প্রেসিডেন্ট হলেন কিহাক সাং

মহিউদ্দিন টিপু

আন্তর্জাতিক টেক্সটাইল প্রস্তুতকারকদের সংগঠন আইটিএমএফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। ৮ সেপ্টেম্বর কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেক্সটাইল প্রস্তুতকারকদের সংগঠন আইটিএমএফের সভায় দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়াং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান কিহাকসাং আইটিএমএফের পরবর্তী (২০১৮-২০২০) প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

১৯০৪ সালে প্রতিষ্ঠিত আইটিএমএফ বস্ত্র শিল্পে বিশ্বের প্রাচীনতম বেসরকারি সংগঠন, যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। চেয়ারম্যান সাংয়ের এই অর্জন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের নামও ব্যাপকভাবে ওই সভায় প্রশংসিত হয়েছে। ইয়াং ওয়ান কর্পোরেশনই প্রথম বিদেশি কোম্পানি, যারা আরএমজি ও টেক্সটাইল খাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসে। এমনকি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও প্রথম বিনিয়োগকারী তারাই। এক্ষেত্রে নারী কর্মী নিয়োগে অগ্রপথিক হিসেবে তারাই পরিচিত।

দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের বিনিয়োগকারীরা ইয়াং ওয়ানকে অনুসরণ করে এদেশে বিনিয়োগে এগিয়ে আসে। ইয়াং ওয়ানের প্রস্তুত করা বিখ্যাত ব্র্যান্ডের গার্মেন্ট ও টেক্সটাইল এ খাতে বাংলাদেশের ইমেজকে আরও সমৃদ্ধ করেছে। বাংলাদেশ ছাড়াও ইয়াং ওয়ানের কার্যক্রম কোরিয়া, ইএসএ, ভিয়েতনাম, চীন, ভারত, উজবেকিস্তান, সুইজারল্যান্ড, স্যানসালভাডর ও ইথিওপিয়াসহ বিশ্বের আরও দেশে বিস্তৃত।

চেয়ারম্যান কিহাক সাং অ্যাপারেল ও টেক্সটাইল খাতে অনন্য অবদানের এবং কোরিয়ান অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও বেগবান করার জন্য ২০০৮ সালে কোরিয়ার রাষ্ট্রপতি কর্তৃক সর্বোচ্চ পদক অর্ডার অব ইন্ডাস্ট্রিয়াল গোল্ড টাওয়ারপ্রাপ্ত হন।



  অর্থ ও বানিজ্য বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল