ঈশ্বরদীতে আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার কারখানা উদ্বোধন

১৫ জানুয়ারী, ২০২৩ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে দেশের অন্যতম বৃহৎ ফুটওয়্যার শিল্প কারখানার উদ্বোধন করা হয়েছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর কারখানাটি নির্মাণ করা হয়েছে।

 

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলায় ‘আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস লিমিটেডের শতভাগ রপ্তানিমুখী এই শিল্প কারখানার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

 

আরআরপি এগ্রো ফার্মস-এর চেয়ারম্যান মো. মনিরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আজমল হোসেন। বক্তব্য দেন- ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান, বীর-মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও কোরিয়ান অতিথি মিস্টার লি।

 

উপস্থিত ছিলেন- আরআরপি ফার্মসের ব্যবস্থাপনা অংশীদার মো. মুনসুর আলম, পরিচালক গোলাম আজম, পরিচালক রফিকুল আলম, পরিচালক মামুনুর রশিদসহ কর্মকর্তা-কর্মচারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিদেশি অতিথিরা।

 

জানা যায়, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে আড়কান্দি প্রধান কার্যালয় থেকে এক কিলোমিটার দূরে দুবলাচরায় আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস লিমিটেডের কারখানা স্থাপন করা হয়েছে।

 

কারখানায় জুতা-স্যান্ডেলের সঙ্গে মানিব্যগ, বেল্ট, লেডিস পার্স ও ব্যাগ এবং চামড়াজাত-সিনথেটিক ক্যাটাগরির পণ্য উৎপাদিত হবে। জাপান, ভারত, ইউএসএ, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে এই কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি হবে। কারখানা নির্মাণের ফলে স্থানীয় জনগোষ্ঠীর অনেক বেকারের কর্মসংস্থাপনের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ এবং রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।

 

আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস’ কারখানার পরিচালক মো. আজমল হোসেন বলেন, ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস এর দেশে-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। পোশাকের পরেই এই পণ্যের অবস্থান। আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।  

 

তিনি বলেন, বিদেশি টপলাইন মেনে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করা হবে। ইউরোপ, আমেরিকা, কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে এই কারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারবো বলে আশা করছি।

 

এই কারখানায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে তিনি জানান।



  অর্থ ও বানিজ্য বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন