মেগানিউজ রিপোর্টঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার(০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মুখে কালো পতাকা বেঁধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের আশে পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা খালিদ বিন পার্থিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. হাফেজা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি ও সর্বশেষ ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম হোসেন, শাহরিয়ার শাওন, মুস্তাফিজুর রহমান প্রান্ত, সায়েম হোসেন, নসিব হোসেন অনি প্রমুখ।
এ সময় উপজেলা পৌর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।