মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী এআইটিদের প্রাণের ৭ দফা দাবী আদায় মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
আজ বুধবার(০৯ এপ্রিল) সকাল ১১ টার সময় শহরের হাসপাতাল সড়কে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি বৃহত্তর পাবনা জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান পাবনা জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।
বক্তারা বলেন, দির্ঘ ২০ মাস যাবত আমরা বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতে হচ্ছে। আমরা রোদ বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে থাকি। প্রাণিসম্পদের উদ্ধতন কর্মকর্তা সকালে রাস্তার টেবিলে দুধ এবং ডিম তাদের সোনামণিদের খাইয়া থাকেন। সেগুলো কাদের জন্য এই কথা মনে রাখতে হবে। এ আই টেকনিশিয়ানরা মাঠে ময়দানে কাজ করে বিধায় আপনারা দুধ এবং ডিম খেতে পারেন।
প্রতি বছর এ আই টেকনিশিয়ানরা সরকারকে ৭০কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। এরপরেও দীর্ঘদিন ধরে আমাদের বেতন নেই। আমরা মানবেতার জীবনযাপন করে আসছি। এভাবে আর চলতে পারে না। আমাদের ন্যায্য দাবি না মানা হলে আগামী ১৬ এপ্রিল কাফনের কাপড় পড়ে রাজধানী ঢাকায় এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবো এবং রাজপথ দখলে নিবো। আমরা দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে আমরা মনে করি। বিষয়টি ইতোমধ্যে আমরা উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক মহোদয়কে অবহিত করেছি। ক্যানে রক্ষিত সিমেনের সজীবতা বজায় রাখতে যথারীতি নাইট্রোজেন গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিনীত অনুরোধ জানিয়েছি।