মেগানিউজ রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সর্বশেষ ঈশ্বরদী পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়নের পক্ষ থেকে ঈশ্বরদীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার(১৪ মার্চ) বিকালে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ এর মুসল্লী ও রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় রফিকুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন স্থানে প্রতিদিন ইফতার বিতরণের মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধারাবাহিকতায় ঈশ্বরদীতে আমরা রমজান মাসব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাব।
।