শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারী, ২০২৫ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীর ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ প্রায় ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


 
বুধবার(২৬ ফেব্রুয়ারি) রাতে কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

 

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. রবিউল ইসলাম, সদ্য কারামুক্তি বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন।

 

ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আনোয়ার হোসেন জনি, সদ্য কারামুক্ত বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল, সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান স্বপন প্রামানিক, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম শ্যামল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহেল, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাবেক সাংগঠনিক খোরশেদ আলম দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান আলম, আকরাম রায়হান বাবু, ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলী জুবায়ের প্রতীক, যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।

 

সার্বিক সহযোগিতা ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক শ্যাম বিকি আগারওয়াল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতা খালেদ বিন পার্থিব, মাহমুদুল ইসলাম শাওন, জিয়াউর রহমান জিয়া, ওমর শেখ শান্ত।

 

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ নিয়ে মা এন্টার প্রাইজ বনাম বন্ধু একাদশ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ২-১ গোলে মা এন্টার প্রাইজ বিজয়ী হন। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

 

এ সময় ঈশ্বরদী সরকারি কলেজের সাধারণ ছাত্র, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপির শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
 



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত