মেগানিউজ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের কাউন্সিল-২০২৫ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করছে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদল। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের সামনেই শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।
কাউন্সিল উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ন-সম্পাদক রাজিব আহমেদ, যুগ্ন-সম্পাদক রেহানা আক্তার শিরিন, নাসরিন আক্তার পপি, সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।
নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘দলে আগেও ভোট হয়েছে। তবে সেসময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। ঈশ্বরদী মহিলা কলেজ দিয়ে গণ-অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে আমরা তৃণমূল থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত করব।’
বিকাল চারটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এতে সভাপতি পদে সূপর্না রায়, সিনিয়র সহ-সভাপতি পদে মাইশা খাতুন, সাধারণ সম্পাদক পদে মরিয়ম খাতুন, সিনিয়র যুগ্ন-সম্পাদক পদে জান্নাতুন মাওয়া জেরিন, সাংগঠনিক সম্পাদক পদে সূচনা খন্দকার নেহা ও দপ্তর সম্পাদক পদে মোহনা আক্তার নির্বাচিত হয়।
আগামী ৩০ দিনের মধ্যে ঈশ্বরদী মহিলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ূন কবীর জেহাদ, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, ইব্রাহিম হোসেন, পৌর ছাত্রদল নেতা নাজমুল হোসেন রিসাদ, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদল নেতা মাহ্ মুদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম প্রমূখ।