যারা দখলদারি-চাঁদাবাজি করছে, তাদের প্রত্যাখ্যান করুন: ঈশ্বরদীর গণসমাবেশে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

১৯ অক্টোবর, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যারা ৫ আগস্টের পর দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, ওদের প্রত্যাখ্যান করুন, ভালো মানুষকে গ্রহণ করুন। ’ আজ শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঈশ্বরদী শহরে প্রয়াত খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেরা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

 

ফয়জুল করীম বলেন, বারবার দেশে পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়।

 

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল হামিদ।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

 

ফয়জুল করীম বলেন, ‘ব্যক্তিকে ভোট দেবেন না, মার্কায় দেবেন। তাহলে নমিনেশন–বাণিজ্য, পেশিশক্তির ব্যবহার, কালোটাকার ব্যবহার, দুর্নীতি, মারামারি, কাটাকাটি বন্ধ হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে ৮০ ভাগ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। প্রতিটি দল অংশগ্রহণ করতে পারবে, সবার সংসদ হবে। সবাই সবার কথা বলতে পারবে এবং দেশের হাজারো রকমের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভালো লোকগুলো সংসদে যাবে, যোগ্য লোক সংসদে যাবে, কালোটাকার মালিক সংসদে যেতে পারবে না। তাই জনগণের ঐক্যের প্রয়োজন। যে গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে ঘুষ দুর্নীতি আছে, চুরি আছে, ডাকাতি আছে, তাদের প্রত্যাখ্যান করুন।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সভাপতি সহ-অধ্যাপক আরিফ বিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা শাখার সদস্য মাওলানা আব্দুল জলিল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা পশ্চিম জেলা শাখার সভপাতি মুফতি মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সাবেক সভাপতি মুফতি নাজমুল হাসান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মুফতি মতিউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সেক্রেটারী মুফতি নূরুস সালাম বহরপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক মাওলানা রুহুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি আনাস উল্লাহ আল-আমীন।



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন