মেগানিউজ রিপোর্টঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া)আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ নৌকা প্রতীক নিয়ে প্রায় দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার৪৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস(স্বতন্ত্র) পেয়েছেন প্রায় ১৪ হাজার ৬৬২ ভোট।
ঈশ্বরদী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে। ’