বিকেএসপি’র ভর্তি পরীক্ষায় অংশ নিলেন ঈশ্বরদী ফুটবল একাডেমীর ১১ খেলোয়াড়

০৬ ডিসেম্বর, ২০২৩ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়াশিক্ষা কেন্দ্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সাভারে প্রধান কেন্দ্র ছাড়াও দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রে এ শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে।  

 

আজ বুধবার (৬ ডিসেম্বর) রাজশাহী বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র, অভয়মোড়, ফুকতিপাড়া, পবা, রাজশাহীতে হয় এ পরীক্ষা।

 

বিকেএসপি’র ভর্তি পরীক্ষায় ঈশ্বরদী ফুটবল একাডেমীর ১১জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে বলে জানা গেছে।  

 

ঈশ্বরদী ফুটবল একাডেমীর সহকারী কোচ আতিকুর রহমান তারা জানান, এ বছরে বিকেএসপি’র ভর্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ১১জন খুদে ফুটবলার অংশ নিয়েছে। আমরা আশাবাদি আমাদের সকল খেলোয়াড় এ ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঈশ্বরদীর মুখ উজ্জল করবে।

 

এদিকে বিকেএসপি’র ভর্তি পরীক্ষায় ঈশ্বরদী ফুটবল একাডেমীর ১১ খেলোয়াড় অংশ গ্রহণ করায় একাডেমীর সভাপতি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মামুন ও ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রধান কোচ সিরাজুল ইসলাম মহন সকল ফুটবলারদের প্রতি শুভ কামনা জানিয়েছেন।

 

বিকেএসপি ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে ২০২৪ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি চলছে।

 

যেসব খেলায় ভর্তির সুযোগ—
ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, বক্সিং, জুডো, কাবাডি, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন—এ ২১ ধরনের খেলায় শিক্ষার্থী ভর্তি নেবে বিকেএসপি।



  খেলাধুলা বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন