মেগানিউজ রিপোর্টঃ তুমুল উত্তেজনাপূর্ণ আন্ত:ক্লাব জুনিয়র ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর প্রথম ম্যাচে লিটিল মাস্টার ফুটবল একাডেমী বনাম বিসমিল্লাহ ফুটবল একাডেমির মধ্যে নির্ধারিত সময়ে খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে বিসমিল্লাহ ফুটবল একাডেমীকে পরাজিত করে বিজয়ী হয়েছে লিটিল মাস্টার ফুটবল একাডেমী।
আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে ঈশ্বরদী শহরের নিউকলোনী মাঠে ঈশ্বরদী ফুটবল একাডেমীর আয়োজনে ও ঈশ্বরদী ফুটবল একডেমীর সাধারণ সম্পাদক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাবেক ফুটবলার ও ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান তারা।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।