ঈশ্বরদীতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন কোরআন অনুবাদ শিক্ষা কোর্সের শিক্ষার্থীরা

০৫ নভেম্বর, ২০২২ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে পবিত্র কোরআন অনুবাদ শিক্ষা কোর্স প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে দ্বিতীয় ব্যাচ।  

 

শুক্রবার বিকেলে স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

 

টসে জিতে দ্বিতীয় ব্যাচ ব্যাটিংয়ে পাঠায় প্রথম ব্যাচকে। নির্ধারিত ১০ ওভারের খেলায় প্রথম ব্যাচ ব্যাট করতে নেমে ৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। দ্বিতীয় ব্যাচ ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৫ ওভার ৪ বলে ৬ উইকেটে জয় পায়। দলের পক্ষে আদনান ৮০ রান করেন। প্রথম ব্যাচের আহাম্মেদ ৪৫ রানে তিনটি উইকেট নেন। দ্বিতীয় ব্যাচের আদনান ম্যাচ সেরা হন। 

 

মাঠে ম্যাচের উদ্বোধন করেন দক্ষিণ স্কুলপাড়া বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।  

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বাংলাদেশ স্কাউট আঞ্চলিক স্কাউট রাজশাহীর উপ-কমিশনার (এলটি) নওশাদ আলী, বেসরকারি সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম শফিক, ঈশ্বরদী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, দক্ষিণ স্কুলপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম আশরাফ আলী নয়ন,  মসজিদ পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম ও সাবেক কৃষি কর্মকর্তা মিলন ইসলাম  প্রমুখ।

 

প্রীতি ক্রিকেট ক্রিকেট ম্যাচটি সমন্বয় করেন আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। 

 

বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



  খেলাধুলা বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন