মায়ের কবরেই শায়িত হলেন অভিনেতা আহমেদ রুবেল

০৮ ফেব্রুয়ারী, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ নিজ বাড়ি উত্তর ছায়াবীথির কাছেই গাজীপুর সদর কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা আহমেদ রুবেল। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে।

 

জানা যায়, বছর দুয়েক আগে মারা গেছেন রুবেলের মা। একই কবরে সমাহিত হয়েছেন অভিনেতাও।

 

জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও ভক্তরা অংশগ্রহণ করেন।

এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরের পর আহমেদ রুবেলের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে।  

 

সকাল ১১টায় ঢাকা থিয়েটারের উদ্যোগে আহমেদ রুবেলের নিথর দেহ আনা হয়েছিল রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা চত্বরে। সেখানে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা।

 

উল্লেখ্য, বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



  বিনোদন বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন