পাবনায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বরেণ্য অভিনেতা মাসুম আজিজ

১৮ অক্টোবর, ২০২২ | Mega News.com



মেগানিউজ রিপোর্টঃ মঞ্চ ও টিভিনাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) পাবনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাসুম আজিজের বড় ভাই শামসুজ্জামান হীরা।

 

শামসুজ্জামান হীরা জানান, পাবনায় দাফনের আগপর্যন্ত মাসুম আজিজের মরদেহ স্কয়ার হাসপাতালেই রাখা হয়। এরপর মঙ্গলবার সকাল ৭টায় তার বাসায় নিয়ে যাওয়া হয়।

 

বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুপুর সাড়ে ১২টায় জানাজা শেষে পাবনায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন এই গুণী শিল্পী।

 

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মরণব্যাধি  ফুসফুস ক্যানসারের পাশাপাশি হার্টের সমস্যায়ও ভুগছিলেন।

 

গত জানুয়ারিতে তার এ রোগ ধরা পড়ে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি দিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গুণী এ শিল্পী সোমবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।



  বিনোদন বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন