পাবনায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বরেণ্য অভিনেতা মাসুম আজিজ

১৮ অক্টোবর, ২০২২ | Mega News.com



মেগানিউজ রিপোর্টঃ মঞ্চ ও টিভিনাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) পাবনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাসুম আজিজের বড় ভাই শামসুজ্জামান হীরা।

 

শামসুজ্জামান হীরা জানান, পাবনায় দাফনের আগপর্যন্ত মাসুম আজিজের মরদেহ স্কয়ার হাসপাতালেই রাখা হয়। এরপর মঙ্গলবার সকাল ৭টায় তার বাসায় নিয়ে যাওয়া হয়।

 

বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুপুর সাড়ে ১২টায় জানাজা শেষে পাবনায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন এই গুণী শিল্পী।

 

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মরণব্যাধি  ফুসফুস ক্যানসারের পাশাপাশি হার্টের সমস্যায়ও ভুগছিলেন।

 

গত জানুয়ারিতে তার এ রোগ ধরা পড়ে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি দিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গুণী এ শিল্পী সোমবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।



  বিনোদন বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল