মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা

০২ নভেম্বর, ২০২৩ | Mega News.com



মেগানিউজ রিপোর্টঃ বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন  বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশনের মাঝামাঝি লোকোশেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার কাচ ভেঙেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অবরোধের দ্বিতীয় দিনে জেলার কোথাও বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অপর দিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

রেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি গত মঙ্গলবার ঢাকা থেকে কলকাতা যায়। বুধবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আনুমানিক বেলা পৌনে একটার দিকে ঈশ্বরদীর বাইপাস স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে যায়। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার–চেঁচামেচি শুরু করে। তবে চালক দ্রুত ট্রেন চালিয়ে স্টেশন ত্যাগ করেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ ট্রেনটিতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতে, ককটেলের বিস্ফোরণে একটি জানালার কাচ ফেটে গেছে। স্টেশনে রেল পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ককটেল নিক্ষেপের সঙ্গে কারা জড়িত ছিল, তাদের খুঁজতে পুলিশ কাজ করছে।’
 



  দুর্ঘটনা বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন