চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকায় আগুন লেগে ৩০টি বসত ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আগুনের খবর পেয়ে শহরের বিভিন্ন ইউনিট থেকে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ী গেলেও রাস্তা ছোট হওয়ার কারণে সব গাড়ী ঢুকতে পারেনি।
ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক রাত সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণ করা হচ্ছে।
ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।