রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ হওয়া একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও ৭ জন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোর পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট বেপারী পাড়া মহল্লায় একটি ৩ তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত।
আহতদের অধিকাংশই পোশাক শ্রমিক। তাদের সবার বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানায়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।