মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা

আপডেট : ০২ নভেম্বর, ২০২৩


মেগানিউজ রিপোর্টঃ বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন  বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশনের মাঝামাঝি লোকোশেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার কাচ ভেঙেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অবরোধের দ্বিতীয় দিনে জেলার কোথাও বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অপর দিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

রেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি গত মঙ্গলবার ঢাকা থেকে কলকাতা যায়। বুধবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আনুমানিক বেলা পৌনে একটার দিকে ঈশ্বরদীর বাইপাস স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে যায়। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার–চেঁচামেচি শুরু করে। তবে চালক দ্রুত ট্রেন চালিয়ে স্টেশন ত্যাগ করেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ ট্রেনটিতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতে, ককটেলের বিস্ফোরণে একটি জানালার কাচ ফেটে গেছে। স্টেশনে রেল পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ককটেল নিক্ষেপের সঙ্গে কারা জড়িত ছিল, তাদের খুঁজতে পুলিশ কাজ করছে।’