সন্দ্বীপে এডভোকেট মাজাহারুল ইসলাম ঠাকুর মেমোরিয়াল ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

১২ মে, ২০২০ | Mega News.com


 

শাহাদাৎ হোসেন আশরাফ :: বিশ্বব্যাপী করোনা ভাইরাস( কোভিড-১৯) মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে পড়া সন্দ্বীপের দরিদ্র-অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে সন্দ্বীপের কৃতি সন্তান এডভোকেট মাজাহারুল ইসলাম ঠাকুর মেমোরিয়াল ফাউন্ডেশন।

মরহুমের সন্তান রোটারী ক্লাব অব চট্টগ্রাম বেঙ্গল সিটির সেক্রেটারী ও সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের কার্যকরী পরিষদ সদস্য মমতাজুন নেসা বেগম সুমা ও তাদের পরিবারের অর্থায়নে আজ ১১ মে সোমবার হরিশপুরের ২১৫ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিলি করা হয়।

এ উপলক্ষে মধ্য হরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্মুক্ত হলে সকাল ১০ টায় এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সমন্বয়কারী মাস্টার এন.এ মোঃ সেলিম,মরহুম মাজাহারুল ইসলাম ঠাকুরের ভাতিজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিদারুল আলম ঠাকুর, মোঃ আবদুর রহিম ঠাকুর,স্থানীয় সমাজকর্মী ওমর ফারুক মিঠু প্রমুখ।

উল্লেখ্য করোনাভাইরাস সংক্রমন সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতিতে এডভোকেট মাজাহারুল ইসলাম ঠাকুরের নিজের সন্তানদের মধ্যে কেউ উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। এ ব্যাপারে মরহুমের সন্তান রোটারী ক্লাব অব চট্টগ্রাম বেঙ্গল সিটির সেক্রেটারী ও সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের কার্যকরী পরিষদ সদস্য, সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর লাইফ মেম্বার মমতাজুন নেসা বেগম সুমা বলেন, সন্দ্বীপের অসহায় কিছু মানুষকে আমার আব্বার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে সহায়তা করতে পেরে মহান আল্লাহতায়ালার কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। আমরা ভাইবোনেরা উপস্থিত থাকতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। তিনি সকলের সুস্থতা কামনা ও করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং তার মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন ।

 



  লাইফ স্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল