সিলেটে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

০৫ জানুয়ারী, ২০১৯ | Mega News.com

সিলেটে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার থানায় মামলা করা হলে শুক্রবারই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, হাটখোলা ইউনিয়নের বাসিন্দা ওই গৃহবধূ বুধবার রাত ৮টার দিকে পিঠারগঞ্জ বাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বাজার এলাকা থেকেই কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। পাশের হাওরে নিয়ে ধর্ষণ করার পর তাকে ফেলে রেখে যায় ওই দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।  

মামলার আসামিরা হলেন, হাটখোলা ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা ইসমত আলী, নেছার আহমদ, মন্তাজ আলী, মোহাম্মদ আলী ও আল আমিন। এই মামলায় আরও তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা মেলায় আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবারই আসামি ইসমত আলী, নেছার আহমদ ও মন্তাজ আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।



  অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন