সিলেটে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

আপডেট : ০৫ জানুয়ারী, ২০১৯
সিলেটে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার থানায় মামলা করা হলে শুক্রবারই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, হাটখোলা ইউনিয়নের বাসিন্দা ওই গৃহবধূ বুধবার রাত ৮টার দিকে পিঠারগঞ্জ বাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বাজার এলাকা থেকেই কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। পাশের হাওরে নিয়ে ধর্ষণ করার পর তাকে ফেলে রেখে যায় ওই দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।  

মামলার আসামিরা হলেন, হাটখোলা ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা ইসমত আলী, নেছার আহমদ, মন্তাজ আলী, মোহাম্মদ আলী ও আল আমিন। এই মামলায় আরও তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা মেলায় আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবারই আসামি ইসমত আলী, নেছার আহমদ ও মন্তাজ আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।