‘ঘুষের টাকা’ সহ চট্টগ্রাম কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তাকে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
হটলাইনে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউজের নিচতলায় কার্যালয় থেকে ছয় লাখ টাকাসহ নাজিম উদ্দিন নামে ওই কর্মকর্তাকে আটকের কথা জানান দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন ।
তিনি বলেন, “দুদকের হটলাইন ‘১০৬’ এ অভিযোগ পেয়ে আমরা চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের কার্যালয়ে অভিযান চালাই ।
এসময় তার ড্রয়ার থেকে নগদ ছয়লাখ টাকা পাওয়া যায়। এসব টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ’ চট্টগ্রাম কাস্টমসের পণ্য খালাসের ছাড়পত্র দেয়ার দায়িত্বে ছিলেন ওই রাজস্ব কর্মকর্তা।
দুদক কর্মকর্তা লুৎফুল বলেন, ‘অভিযোগ ছিল, ওই কর্মকর্তা পণ্য খালাসের ছাড়পত্র প্রদানের সময় ঘুষ নেন। সে অভিযোগের ভিত্তিতেই অভিযান। ’