মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে আগুনে পুড়ে শিশু রিয়া (১২) দ্বগ্ধ হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
রিয়া উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ের পিন্টু বিশ্বাসের মেয়ে এবং পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আগুনে শিশু রিয়ার শরীরের প্রায় পুরোটায় পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, পিন্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং তার স্ত্রী ঈশ্বরদী ইপিজেডে চাকুরী করেন। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া এবং তার ৩ বছর বয়সী ছোট ভাই বাড়িতে ছিলেন।
রিয়ার বাবা পিন্টু বিশ্বাস জানান, বাড়ির মেইন গেট তালা বদ্ধ ছিল। যে কারণে প্রতিবেশীরা আগুন ধরার সময় বাড়িতে প্রবেশ করতে পারেনি। তিনি জানান, আগুনে শিশু রিয়ার শরীর পুরোটায় পুড়ে গেছে। তবে কি কারণে আগুনের এ ঘটনা ঘটেছে তিনি বলতে পারেননি।