সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

২৩ ফেব্রুয়ারী, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে।  

 

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার জনপ্রিয় মেয়র মোঃ ইছাহক আলি মালিথা। বৃষ্টিভেজা সকালে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক মহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়।

 

ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, পাবনা জেলা পরিষদ সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান টিপু, আর আর পি গ্রুপের অন্যতম পরিচালক মোঃ রফিকুল আলম রফিক, মহিলা চিকিৎসক ডাক্তার নাফিসা কবীর, ঈশ্বরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, ঈশ্বরদী পৌরসভার মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম ও আব্দুল লতিফ মিন্টু প্রমূখ।  

 

অনুষ্ঠানে প্রায় ৪০টি ইভেন্টে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।



  ভিডিও গ্যালারী বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত