ঈশ্বরদীতে পণ্যবাহী ট্রাকে আগুন

০২ নভেম্বর, ২০২৩ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঈশ্বরদী উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মুলাডুলি সবজির আড়ত এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ট্রাকের আসনের (সিট) কিছু অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

 

মুলাডুলি বাজারের ব্যবসায়ীরা জানান, বিকেলের দিকে বিএনপির উদ্যোগে পাবনা-নাটোর মহাসড়কে অবরোধের পক্ষে একটি মিছিল বের করার জন্য নেতা–কর্মীরা জমায়েত হচ্ছিলেন। এর মধ্যে দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।  

 

পথচারী সিদ্দিকুর রহমান বলেন, ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে দু-তিন যুবক এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।


পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। যারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



  দুর্ঘটনা বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন