মেগানিউজ রিপোর্টঃ সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী সুপারসনি পরিবহনের সুপারভাইজার আরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের সলঙ্গার উলিপুরে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বাসের চালক হেলপারসহ ১৫ যাত্রী আহত হন। নিহত সুপারভাইজার আরিফুল দাশুডিয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক ছিলেন। তিনি ওই সুপারসনি এক্সপ্রেস পরিবহনের ম্যানেজার রেজাউল করিম এর চাচাতো ভাই।
দূর্ঘটনা কবলিত বাসের যাত্রী আসাদুজ্জামান শিহাব জানান, ঢাকা থেকে ছেড়ে বাসটি ঈশ্বরদী অভিমুখে আসছিল। পথে সিরাজগঞ্জে সলঙ্গায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সুপারসনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ঘ হয়।
তিনি জানান, দূর্ঘটনায় বাসের চালক, হেলপারসহ ১৫ যাত্রী মারাত্মক আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সুপারভাইজার আরিফুল মারা যান। আমার শরীলের বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত লেগেছে। আল্লাহ তায়ালা প্রাণে রক্ষা করেছেন।