যেভাবে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন

২৯ নভেম্বর, ২০২২ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। ফলাফল নিয়ে যেসব শিক্ষার্থীর আপত্তি রয়েছে, তারা তা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

 

সোমবার (২৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি দেওয়া লাগবে। এ ছাড়া যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র), সেসব বিষয়ের জন্য ২৫০ টাকা ফি লাগবে।

 

যেভাবে ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন
টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

 

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে পিন নম্বর দেওয়া হবে। পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

 

একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো পর্যায়ক্রমে লিখতে হবে।

 

প্রসঙ্গত, এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

 

ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

 

কোন বিভাগে জিপিএ-৫ কত
প্রাপ্ত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ঢাকায় ৬৪ হাজার ৯৮৪ জন, চট্টগ্রামে ১৮ হাজার ৬৬৪, সিলেটে ৭ হাজার ৫৬৫, রাজশাহীতে ৪২ হাজার ৫১৭ , যশোরে ৩০ হাজার ৮৯২, ময়মনসিংহে ১৫ হাজার ২১৬, বরিশালে ১০ হাজার ৬৮, দিনাজপুরে ২৫ হাজার ৫৩০ জন এবং কুমিল্লায় ১৯ হাজার ৯৯৮ জন।



  শিক্ষা বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত