রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন স্থাপনে ধীর গতি

০৮ নভেম্বর, ২০২২ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিটেই বসে গেছে পরমাণু চুল্লি। আগামী বছরের মধ্যে উৎপাদন শুরু হবে বলে আশাবাদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের। তবে সেই বিদ্যুৎ সময়মত জাতীয় গ্রিডে যুক্ত করা নিয়ে সংশয় রয়েছে। কেননা সঞ্চালন লাইনের কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের চাহিদা মাথায় রেখে বিশেষ গুরুত্ব দিতে হবে এসব প্রকল্পের সঞ্চালনে।  

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টাকার অংকে দেশের সবচেয়ে বড় প্রকল্প। ২০১৭ সালের নভেম্বরে কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দেশি বিদেশি ২৫ হাজার কর্মী রাতদিন কাজ করছে সমানতালে।

 

গত বছর প্রথম ইউনিটে স্থাপনের পর সম্প্রতি দ্বিতীয় ইউনিটেও বসেছে পরমানু চুল্লি। যেখানে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের ব্যবহারে চেইন রিঅ্যাকশনে তৈরি হবে বিদ্যুৎ। আগামী বছরই লোড হবে সেই জ্বালানি ।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০ ভাগ। ২০২৪ সালের প্রথম দিকেই গ্রিডে বিদ্যুৎ দেয়ার প্রস্তুতি নিলেও সঞ্চালন লাইনের অনিশ্চয়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।

 

রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়নে ২০১৮ সালে ভারতের এক্সিম ব্যাংকের সহযোগিতায় প্রায় ১১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয় পাওয়ারগ্রিড কোম্পানি-পিজিসিবি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত প্রকল্পে অর্থছাড় হয়েছে ২৭ ভাগ আর ভৌতকাজ হয়েছে ৪৫ শতাংশের মত।

 

রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে পিজিসিবির সাত প্যাকেজের কাজে সবচেয়ে কম গতি যমুনা ও পদ্মানদীর অংশে।



  বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন