মেগানিউজ রিপোর্টঃ বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি তদারকির জন্য একটি বিশেষ প্রতিনিধি দল সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন করেছেন।
আজ সোমবার (২২ শে আগস্ট) বিকাল ৫ টায় বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল প্রকল্পটি পরিদর্শন করেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড. আব্দুস শহীদ, রাজশাহী-২ আসনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন প্রমুখ।
পরে প্রকল্পের আবাসিক এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতির পাশাপাশি ঈশ্বরদী বিমানবন্দর পূনরায় চালু ও ঈশ্বরদীর উন্নয়ন মুলক বিভিন্ন কাজের বিষয়ে আলোচনা করেন তারা।
।