ঝিনাইদহ সদরের গান্না বাজার এলাকা থেকে নাইন এমএম পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার ভোর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার কোটচাদপুর উপজেলার রামনগর গ্রামের সুভাষ কর্মকার (৩০) এবং সদর উপজেলার তালিনা গ্রামের কালাম বিশ্বাস (৩৪)।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার গান্না বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় বাজারের পাশ থেকে সুভাষ কর্মকার ও কালাম বিশ্বাসকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
> তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হয়েছে।
# রবিউল ইসলাম