লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

২৪ মার্চ, ২০১৯ | Mega News.com

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সদর উপজেলার রামপুর সদর ইউনিয়নের ৪১নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

জেলার ৭ উপজেলায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। কোনো কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকলেও অনেক কেন্দ্র ছিল ভোটার শূন্য। প্রত্যেকটি কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা।

জেলার ৭টি উপজেলায় মোট ৬২ প্রার্থী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন।

মতলব উত্তরে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

এ ছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুরের সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩৩৪ জন। মোট ভোট কেন্দ্র ৬৪৯টি।



  পর্যটন বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫
ফজর৫:২২
জোহর১২:০৪
আসর৪:২৪
মাগরিব৫:২৬
ইশা৬:৪২
সূর্যাস্ত : ৫:২৬সূর্যোদয় : ৬:৪২

শিরোনামঃ

♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ♦ বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল-হাবিবুর রহমান হাবিব ♦ ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন ♦ ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকা থেকে আটক ♦ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার ৪র্থ সম্মেলনের উদ্বোধন ♦ ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপের শুভ উদ্বোধন ♦ বিএনপি ক্ষমতায় গেলে আর মন্দির পাহারা দিতে হবে না--হাবিবুর রহমান হাবিব ♦ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস ♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম