নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান

০৬ জুন, ২০২০ | Mega News.com

নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান

মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার করোনা প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পুলিশের একটি দল নিয়ে শিবপুর-ঢাকা সড়কের শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট এবং ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা মোড়সহ বিভিন্ন স্থানে গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মনোহরদী পরিবহণ, রয়েল পরিবহণ, ইশাখাঁ পরিবহণসহ বিভিন্ন গণপরিবহনে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করেন। এসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। তিনি যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজ খবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সতর্ক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, ১ জুন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল শুরু করেছে। ফলে শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালিত না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯শত টাকা জরিমানাসহ তাদেরকে সতর্ক করে দেয়া হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী যাতে না নেয় সেজন্য চালক ও সহকারীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



  ফটোগ্যালারি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন