মেগানিউজ রিপোর্টঃ দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বন্ধের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের সাংবাদিক বৃন্দ। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায়দিন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, দৈনিক সমকাল ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সেলিম সরদার, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌস, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, মানবকন্ঠ ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি শেখ মহসীন, নয়াদিগন্ত ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি শহীদুল্লাহ খান প্রমূখ।
এ সময় বক্তারা যায়যায়দিনের ডিক্লেয়ারেশন প্রত্যাহারের জন্য মাননীয় তথ্য উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে ঈশ্বরদী উপজেলা প্রশাসক সুবীর কুমার দাশের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।