বিমানবন্দরের উদ্দেশে বেগম খালেদা জিয়ার গাড়িবহর

০৭ জানুয়ারী, ২০২৫ | Mega News.com


 

 

মেগানিউজ রিপোর্টঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। সড়কে সতর্ক রয়েছেন বেগম খালেদা জিয়ার প্রটোকল সদস্যরা। বিশেষে অ্যাম্বুলেন্সের পাশাপাশি বহরে রয়েছে নিরাপত্তার গাড়ি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন বের হওয়ার পর তাকে বিদায়ী শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা।

 

রাত পৌনে ৯টার দিকেও ফিরোজার বাইরে বিএনপি নেতাকর্মীদের প্রচুর ভিড় ছিল। এরই মধ্যে ভিড় ঠেলে ধীরে ধীরে গুলশান-২ এর মেইন রোডের দিকে এগুচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়ি।  

 

আজ দুপুর থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে বিদায় জানাতে তার বাসভবনের সামনে ছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে ‘ফিরোজা’ থেকে বের হয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জানা গেছে, গাড়িবহরে রয়েছে বিশেষ চিকিৎসা সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। বিমানবন্দর থেকে থেকে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

 

জানা গেছে, কাতারে আমিরের পাঠানো দ্রুতগামী বিশেষ অ্যাম্বুল্যান্সে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ও ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আরও রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে।

 

এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১৬ জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।



  জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ দীর্ঘ ১৮ বছর পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  ♦ বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়াদের ৭ দফা দাবিতে ঈশ্বরদীতে কর্মবিরতি ও মানববন্ধন ♦ পাকশীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  ♦ বিশিষ্টজনদের সম্মানে ঈশ্বরদী উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিল